ইউক্রেনের খেরসন প্রদেশের রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকা খোরলিতে নতুন বর্ষবরণ অনুষ্ঠানে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ২৪ জন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন প্রদেশের গভর্নর ভ্লাদিমির সালদো এ তথ্য জানান।
সালদো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেন, খোরলির একটি ক্যাফে ও একটি হোটেলে ড্রোন হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন, যেখানে নববর্ষ উদযাপন করা হচ্ছিল।
সালদো তার পোস্টে একে ‘ইচ্ছাকৃত হামলা’ বলে অভিহিত করেছেন।
রাশিয়ার বার্তাসংস্থাগুলো জানিয়েছে, রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের মতে, এ হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২৯ জন।
তবে এ ঘটনায় ইউক্রেন এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।
খেরসন হলো ইউক্রেনের চারটি অঞ্চলের মধ্যে একটি, যা রাশিয়া ২০২২ সালে নিজেদের বলে দাবি করেছিল। এ পদক্ষেপকে কিয়েভ ও বেশিভাগ পাশ্চাত্যের দেশ অবৈধ ভূমি দখল হিসেবে নিন্দা করেছে।
সূত্র : রয়টার্স



