জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ আগামী সোমবার ইউক্রেন পরিস্থিতি নিয়ে বৈঠক করবে। শুক্রবার রাতে প্রকাশিত সংস্থার সংশোধিত সময়সূচি অনুসারে এ তথ্য জানা গেছে।
শীতের মাঝামাঝি সময়ে রাজধানী কিয়েভে রাশিয়ার হামলার ফলে ইউক্রেন নিয়ে এ বৈঠক করবে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ।
ইউক্রেনের রাষ্ট্রদূত আন্দ্রেই মেলনিক নিরাপত্তা পরিষদে লেখা একটি চিঠির বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানায়, ‘রাশিয়ান ফেডারেশন সন্ত্রাসের মাধ্যমে ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর ওপর যে আক্রমণ চালাচ্ছে তা যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ। রাশিয়া ‘অপরাধের এক ভয়াবহ নতুন স্তরে পৌঁছেছে।’
সূত্র : বাসস



