ইউক্রেনের ভূখণ্ড নিয়ে সমঝোতা কেবল জেলেনস্কিই করতে পারেন : ম্যাক্রোঁ

‘ইউক্রেনের ভূখণ্ড নিয়ে যেকোনো সমঝোতা কেবল প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দ্বারাই সম্ভব। অন্য কেউ এটি করতে পারে না।’

নয়া দিগন্ত অনলাইন
ইমানুয়েল ম্যাক্রোঁ
ইমানুয়েল ম্যাক্রোঁ |সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার বলেছেন, ইউক্রেনের ভূখণ্ড নিয়ে যেকোনো সমঝোতা কেবল প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দ্বারাই সম্ভব। অন্য কেউ এটি করতে পারে না।

স্লোভেনিয়ার লুবলিয়ানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক সম্পর্কে এক প্রশ্নের জবাবে ম্যাক্রোঁ সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেনের ভূখণ্ডের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি তাদের ওপরই নির্ভর করে।’

সূত্র : এএফপি/বাসস