ইউক্রেনে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ৪৫ জনকে উদ্ধার করেছেন। হামলার পর আগুন লাগায় বহুতল আবাসিক ভবনের পাশাপাশি গুদাম ও শিল্প স্থাপনারও ক্ষয়ক্ষতি হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত ভবন
রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত ভবন |সংগৃহীত

ইউক্রেনের পশ্চিমাঞ্চলের টেরনোপিল শহরে বুধবার সকালে রাশিয়ার হামলায় তিন শিশুসহ কমপক্ষে ২৫ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি একটি।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, ১৬০ জনেরও বেশি উদ্ধারকারী ঘটনাস্থলে রোবোটিক সিস্টেমসহ প্রায় ৪৫টি সরঞ্জাম নিয়ে কাজ করছেন। তারা আশপাশের এলাকাও অনুসন্ধান চালাচ্ছেন।

সংস্থাটি এর আগে জানিয়েছিল, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ৪৫ জনকে উদ্ধার করেছেন। হামলার পর আগুন লাগায় বহুতল আবাসিক ভবনের পাশাপাশি গুদাম ও শিল্প স্থাপনারও ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এই হামলার নিন্দা জানিয়ে বলেন, রাশিয়ার কর্মকাণ্ড দেখিয়েছে যে তাদের ‘শান্তি পরিকল্পনা’ বাস্তবে কেমন দেখায়।

এদিকে, ইউক্রেনীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, রাশিয়া বিভিন্ন দিক থেকে ৪৮টি ক্ষেপণাস্ত্র ও ৪৭৬টি ড্রোন নিক্ষেপ করেছে। যার প্রধান লক্ষ্যবস্তু ছিল লভিভ, টেরনোপিল ও খারকিভ অঞ্চল।

এতে বলা হয়, বিমান প্রতিরক্ষা বাহিনী ৫২৪টি শনাক্ত করা ড্রোন ও ক্ষেপনাস্ত্র আক্রমণের মধ্যে ৪৮৩টি গুলি করে প্রতিহত করেছে। এর মধ্যে রয়েছে ৪৪২টি ড্রোন, ৩৪টি কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সাতটি ক্যালিব্রস।

বিমান বাহিনীর কর্মকর্তারা জানান, মঙ্গলবার সন্ধ্যায় এই হামলা শুরু হয়েছিল। রুশ অঞ্চল ও অধিকৃত ক্রিমিয়া থেকে শাহেদ ড্রোন, জেরবেরা-ইউএভি ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। সাতটি ক্ষেপণাস্ত্র ও ৩৪টি স্ট্রাইক ড্রোন ইউক্রেনের ১৪টি স্থানে আঘাত করেছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি