মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর ১২৩ বন্দীকে মুক্তি দিলো বেলারুশ

সারের একটি মূল উপাদান ও রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের জন্য গুরুত্বপূর্ণ রফতানি পণ্য পটাশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।

নয়া দিগন্ত অনলাইন
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আলেস বিয়ালিয়াতস্কি ভিলনিয়াসে পৌঁছেছেন
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আলেস বিয়ালিয়াতস্কি ভিলনিয়াসে পৌঁছেছেন |সংগৃহীত

বেলারুশের ওপর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হওয়ার পর দেশটি ১২৩ জন বন্দীকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দেশটির বিরোধীদলীয় শীর্ষ নেতা মারিয়া কোলেসনিকভা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আলেস বিয়ালিয়াতস্কি।

শনিবার (১৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেলারুশবিষয়ক বিশেষ দূত জন কোয়েলের সাথে দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বৈঠকের পর ওই কারাবন্দীদের মুক্তি দেয়া হয়েছে।

সারের একটি মূল উপাদান ও রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের জন্য গুরুত্বপূর্ণ রফতানি পণ্য পটাশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। কোয়েল বলেছেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সাথে সাথে আরো বেশি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।’

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আলেক্সান্ডার লুকাশেঙ্কোকে বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি।

কোলেসনিকোভা ২০২০ সাল থেকে কারাগারে আছেন এবং অধিকাংশ সময়ই একাকী অবস্থায় কাটিয়েছেন। ১১৩ জন বন্দীর সাথে তাকেও ইউক্রেনের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউক্রেন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়ার পর বন্দীদের পোল্যান্ড ও লিথুয়ানিয়ায় নিয়ে যাওয়া হবে।

এই চুক্তিকে লুকাশেঙ্কোর জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। একইসাথে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ তার আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্নতার অবসান ঘটাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি যুক্তরাষ্ট্রও পাঁচ বছর আগে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পর লুকাশেঙ্কোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি। ওই নির্বাচনের পর ব্যাপক গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে। যা পুলিশ কঠোরভাবে দমন করে। সে সময় কোলেসনিকোভাসহ আরো অনেককেই গ্রেফতার করা হয়।

সূত্র: বিবিসি