ফ্রান্সে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে

পর্যটন মৌসুমে ভয়াবহ দাবানলের কারণে বিশাল এলাকা পুড়ে গেছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ফ্রান্স সরকার আজ শুক্রবার জানিয়েছে, দেশটিতে অন্তত অর্ধ শতাব্দীর মধ্যে ঘটা সবচেয়ে বড় দাবানল নিয়ন্ত্রণে এসেছে। দমকল কর্মীরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে দাবানল নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন।

ফ্রান্স থেকে এএফপি জানায়, পর্যটন মৌসুমে ভয়াবহ দাবানলের কারণে বিশাল এলাকা পুড়ে গেছে। দাবানলে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে এবং গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ইউরোপীয় দেশগুলোতে এ ধরনের দুর্যোগ বৃদ্ধির ঝুঁকি বাড়ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবারই দমকলকর্মীরা অডে এলাকায় দাবানল নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে ঘোষণা দেন। যদিও দাবানল সম্পূর্ণরূপে নেভাতে আরো কয়েক দিন সময় লাগার কথা জানান তারা।

দক্ষিণাঞ্চলীয় নারবোন শহরের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা রেমি রেসিও জানান, আবহাওয়া অনুকূলে আসছে। তিনি সাংবাদিকদের আরো বলেন, ‘বাতাসের গতি কমে যাচ্ছে এবং আর্দ্রতা বাড়ছে।’

শুক্রবার সকালে হালকা বৃষ্টি দাবানল নেভাতে আরো সহযোগিতা করেছে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র : এএফপি