ইউক্রেনের ১৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

রাশিয়া ২৫১টি ড্রোন ভূপাতিত করেছে বলে সোমবার জানিয়েছে। এটি ছিল কিয়েভের অন্যতম বড় ধরনের পাল্টা আক্রমণ।

নয়া দিগন্ত অনলাইন

টানা দ্বিতীয় রাতের মতো রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের ১৮৪টি ড্রোন ভূপাতিত করেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বেশিভাগ ড্রোন সীমান্তবর্তী কুরস্ক ও বেলগোরোড অঞ্চলের ওপর ভূপাতিত করা হয়েছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, রাশিয়া ২৫১টি ড্রোন ভূপাতিত করেছে বলে সোমবার জানিয়েছে। এটি ছিল কিয়েভের অন্যতম বড় ধরনের পাল্টা আক্রমণ। এসব হামলায় দুই জন নিহত হয়েছে এবং অঞ্চলগুলোতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো প্রায় এক হাজার মানুষ বেলগোরোডে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

এদিকে ইউক্রেন বলছে, তারা রুশ ভূখণ্ডে হামলা আরো জোরদার করবে, বিশেষ করে রাশিয়ার তেল অবকাঠামোর ওপর। একে তারা বৈধ প্রতিক্রিয়া হিসেবে মনে করে।

এর কারণ হিসেবে তারা জানিয়েছে, মস্কো প্রতিদিন ইউক্রেনের শহরগুলো ও জ্বালানিব্যবস্থায় হামলা চালাচ্ছে। যার কারণে দেশটির লাখ লাখ মানুষকে গরমে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে।

সূত্র : বাসস