ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ওপর ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইউরোপের বড় বড় শহরগুলোতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও পর্তুগালসহ বিভিন্ন দেশে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। লন্ডনে বিক্ষোভে অংশ নেয়া ৪০০ জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনা ও মাদ্রিদে যে বিক্ষোভ হয়েছে, তার ডাক দেয়া হয়েছিল কয়েক সপ্তাহ আগেই। অন্যদিকে ইসরাইলি বাহিনী ত্রাণ বহনকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অবরোধ করলে ব্যাপক জনরোষের পর রোম ও লিসবনেও বিক্ষোভের ডাক আসে।
ফ্লোটিলা দুর্ভিক্ষপীড়িত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অবরোধ ভাঙার লক্ষ্যে বার্সেলোনা থেকে যাত্রা শুরু করেছিল। নৌবহর থেকে আটক ৪৫০ মানবাধিকারকর্মী ও অন্যদের মধ্যে ৪০ জনের বেশি স্পেনের নাগরিক। তাদের মধ্যে বার্সেলোনার একজন সাবেক মেয়রও রয়েছেন।
এদিকে ইতালিতে শুক্রবার ফিলিস্তিনিদের সমর্থনে দেশজুড়ে দুই মিলিয়নেরও বেশি মানুষ সাধারণ ধর্মঘটে অংশ নেয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্পেনে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বৃদ্ধি পেয়েছে। দেশটির সরকার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টরপন্থী সরকারের বিরুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে।
চলতি সপ্তাহের শুরুতে ম্যানচেস্টারের একটি ইহুদি উপাসনালয়ে হামলার পর পুলিশ গাজা যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ স্থগিত করার অনুরোধ করেছিল। কিন্তু অনুরোধ উপেক্ষা করে নিষিদ্ধঘোষিত সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে লন্ডনে গতকাল একটি বিক্ষোভ হয়। পুলিশ কমপক্ষে ৪৪২ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।
সূত্র : আল জাজিরা