ইউক্রেন বুধবার জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ওপর যুদ্ধ আরো তীব্র করছেন এবং পশ্চিমকে বাজিয়ে দেখছেন।
পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা রুশ ড্রোন ভূপাতিত হওয়ার পর কিয়েভ এমন মন্তব্য করেছে।
কিয়েভ থেকে এএফপি জানায়, এ বক্তব্য আসে পোল্যান্ড মিত্রদের সহযোগিতায় আকাশে যুদ্ধবিমান উড়িয়ে তাদের আকাশসীমা লঙ্ঘনকারী ‘বৈরী বস্তু’ ভূপাতিত করার পরপরই।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা এক্স-এ লিখেছেন, ‘ইউক্রেনে ব্যাপক হামলার সময় রুশ ড্রোনগুলো পোল্যান্ডে ঢুকে পড়া প্রমাণ করে, (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির) আগের অপরাধগুলোর জন্য যথাযথ শাস্তি না হওয়ায় পুতিনের দায়মুক্তির অনুভূতি ক্রমেই বেড়ে চলেছে।’
তিনি আরো বলেন, ‘পুতিন কেবল উত্তেজনা বাড়িয়েই চলেছেন, যুদ্ধ সম্প্রসারিত করছেন এবং পশ্চিমকে বাজিয়ে দেখছেন। যতক্ষণ তিনি জবাবদিহি ছাড়া থাকবেন, ততই তার আগ্রাসন বাড়বে।’
‘এখন দুর্বল প্রতিক্রিয়া দেখালে রাশিয়া আরো বেশি উসকে যাবে, তখন রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউরোপের আরো ভেতরে ঢুকে পড়বে।’
রাশিয়া পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ৫০ মাইল (৮০ কিলোমিটার) দূরে অবস্থিত ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভওসহ ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালায় এমন সময় পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোনের অনুপ্রবেশের এ ঘটনা ঘটে।
সাড়ে তিন বছরের যুদ্ধে একাধিকবার রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র পোল্যান্ডসহ ন্যাটো সদস্য দেশগুলোর আকাশসীমায় প্রবেশ করেছে। তবে কোনো ন্যাটো দেশ আগে কখনো সেগুলো ভূপাতিত করেনি।
পোল্যান্ডের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড এসব ‘অভূতপূর্ব’ আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়ে বলেছে, তারা প্রায় ডজনখানেক ড্রোন সদৃশ বস্তু শনাক্ত করেছে, যার কিছু ভূপাতিত করা হয়েছে।
তারা বলেছে, ‘এটি আগ্রাসী কর্মকাণ্ড। এটি আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য বাস্তব হুমকি তৈরি করেছে।’
সূত্র : এএফপি/বাসস