গাজায় রক্তপাত বন্ধের জন্য ট্রাম্পের পরিকল্পনাই ‘সেরা’ : রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বিশ্বাস করেন, পরিকল্পনাটি যুক্তিসঙ্গত। সব পক্ষ এটি সম্পূর্ণরূপে গ্রহণ করতে না পারলেও অন্তত প্রত্যাখ্যান করতে পারবে না।

নয়া দিগন্ত অনলাইন
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা এই মুহূর্তে রক্তপাত বন্ধ জন্য সেরা বিকল্প বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

গত মাসে ট্রাম্পের প্রস্তাবিত ২০-দফা পরিকল্পনায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরাইলি পণবন্দীদের মুক্তির আহ্বান জানানো হয়েছে। এতে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের পর গাজাকে একটি ‘নির্মূল, সন্ত্রাসমুক্ত অঞ্চলে’ পরিণত করার কথাও বলা হয়েছে। হামাসের নিরস্ত্রীকরণের কথাও পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে।

ল্যাভরভের মতে, প্রস্তাবটি নিখুঁত নয়। কারণ এতে ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি এড়িয়ে কেবল গাজার ওপর জোর দেয়া হয়েছে। যা এখনো সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় ল্যাভরভের সাক্ষাৎকারের একটি অংশ প্রকাশ করে। ওই অংশবিশেষে তিনি বলেন, ‘আমরা বাস্তববাদী। তাই এটিই এই মুহূর্তে আলোচনার সেরা বিকল্প হিসেবে আমরা ধরে নিয়েছি।’

তিনি বিশ্বাস করেন, পরিকল্পনাটি যুক্তিসঙ্গত। সব পক্ষ এটি সম্পূর্ণরূপে গ্রহণ করতে না পারলেও অন্তত প্রত্যাখ্যান করতে পারবে না।

তিনি আরো বলেন, এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদান করতে প্রস্তুত রাশিয়া। ফিলিস্তিনি রাষ্ট্র গঠনেও মস্কো সহায়তা করতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রক্তপাত বন্ধ করা। সেই অর্থে, ট্রাম্পের পরিকল্পনা নতুন করে আশা জাগাচ্ছে।

সূত্র : আরটি