ইউক্রেনের ২৮৭টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ড্রোন হামলার কারণে মস্কোর চারটি বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত করা হয়।

নয়া দিগন্ত অনলাইন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার রাতভর ইউক্রেনের ২৮৭টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর দুই দেশের মধ্যে এটা অন্যতম সর্বোচ্চ ড্রোন ভূপাতিতের সংখ্যা।

এসব ড্রোনের মধ্যে ৩২টি রাশিয়ার রাজধানী মস্কোর দিকে যাচ্ছিল বলে মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে।

ড্রোন হামলার কারণে মস্কোর চারটি বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত করা হয়। রুশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরও জানিয়েছে, কিছু ফ্লাইট সেখানে ঘুরিয়ে আনা হয়েছে।

অন্যদিকে ইউক্রেনে পোলতাভা আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান বলেন, রাতে রুশ বাহিনী স্থানীয় জ্বালানি স্থাপনায় হামলা চালায়। এতে করে ওই স্থাপনায় আগুন ধরে যায়।

গত সপ্তাহে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের রাষ্ট্রীয় গ্যাস অপারেটরের প্রধান সতর্ক করে বলেন, দেশটি হয়তো ২০২২ সালের আক্রমণের পর থেকে সবচেয়ে কঠিন শীতের সম্মুখীন হতে যাচ্ছে।

নাফতোগাজের সিইও সার্গেই কোরেৎস্কি জানান, এ বছর হামলা আগেভাগে শুরু হয়েছে এবং আগের তুলনায় হামলার তীব্রতাও বৃদ্ধি পেয়েছে, আর এই হামলাগুলো পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

এএফপির বিশ্লেষণে দেখা গেছে, সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনকে লক্ষ্য করে রাশিয়া রেকর্ডসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেন ও তার মিত্ররা ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের ইতি টানতে একটি সমাধান পরিকল্পনা নিয়ে কাজ করছে।

সূত্র : বাসস