ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব বন্ধ করতে হবে : ফিনল্যান্ড

স্টাব গাজায় চলমান মানবিক সংকটের কথা তুলে ধরে অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সাহায্যের জন্য নিরাপদ ও অবাধ প্রবেশাধিকার এবং ইসরাইলি পণবন্দীদের মুক্তির আহ্বান জানান।

নয়া দিগন্ত অনলাইন
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব |সংগৃহীত

ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ১৯৬৭ সালে শুরু হওয়া ইসরাইলের দখলদারিত্ব বন্ধ করার আহ্বান জানিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। বুধবার (২৪ সেপ্টেম্বর) তিনি বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কোনো অধিকার ইসরাইলের নেই।

নিউইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে বক্তৃতাকালে স্টাব সার্বভৌমত্ব, মানবাধিকার ও জাতিসংঘ সনদে অন্তর্ভুক্ত মৌলিক নীতিগুলো সমুন্নত রাখার গুরুত্বের ওপর জোর দেন।

তিনি বলেন, ‘ইউক্রেনের ওপর আগ্রাসন চালিয়ে যাওয়ার রাশিয়ার কোনো অধিকার নেই। ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার কোনো অধিকার ইসরাইলের নেই। অর্থনৈতিক বা কৌশলগত স্বার্থের জন্য প্রক্সি যুদ্ধে লড়াই করার জন্য সুদান বা কঙ্গোর ভূখণ্ড ব্যবহার করার কোনো অধিকার রাষ্ট্রগুলোর নেই।’

স্টাব গাজায় চলমান মানবিক সংকটের কথা তুলে ধরে অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সাহায্যের জন্য নিরাপদ ও অবাধ প্রবেশাধিকার এবং ইসরাইলি পণবন্দীদের মুক্তির আহ্বান জানান।

তিনি জোর দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে ইসরাইল ও ফিলিস্তিন উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং একইসাথে ফিলিস্তিনিদের রাষ্ট্রীয় ও সার্বভৌমত্বের বৈধ আকাঙ্ক্ষাকে সম্মান করতে হবে। ১৯৬৭ সালে শুরু হওয়া এই দখলদারিত্বের অবসান ঘটিয়ে স্থায়ী মর্যাদা সংক্রান্ত সব সমস্যা সমাধান করতে হবে।

তিনি আরো বলেন, ‘গাজার বেসামরিক নাগরিকরা ভয়াবহ দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। ক্রমবর্ধমান মানবিক সংকট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এটি আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতার বহিঃপ্রকাশ।’

সম্প্রতি জাতিসঙ্ঘের তদন্তকারী কমিশন জানায়, গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ‍শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে ৬৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

স্টাব জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়ে বলেন, কম প্রতিনিধিত্বশীল অঞ্চলগুলোকে আরও সুযোগ দিতে হবে এবং কোনো রাষ্ট্রের ভেটো ক্ষমতা থাকা উচিত নয়। শান্তি প্রচারে জাতিসঙ্ঘের কেন্দ্রীয় ভূমিকা বজায় রাখার জন্য এই পরিবর্তনগুলো প্রয়োজনীয়।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি