রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে রোববার (৩ আগস্ট) ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা (জিএফজেড)। সংস্থাটি প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬.৩৫ বলে অনুমান করেছিল, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এরই মধ্যে কামচাটকার ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি দীর্ঘ ৬০০ বছর পর জেগে উঠেছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা রিয়া ও ভৌগোলিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, শনিবার রাতে এই আগ্নেয়গিরির উদ্গিরণ হয়েছে।
গত সপ্তাহে রাশিয়ার দূরপ্রাচ্যে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যার ফলে ফরাসি পলিনেশিয়া ও চিলি পর্যন্ত সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। ওই ভূমিকম্পের পর কামচাটকার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ক্ল্যুচেভস্কয়তেও উদ্গিরণ শুরু হয়।
রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, কুরিল দ্বীপপুঞ্জ ও কামচাটকার সাম্প্রতিক ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদ্গিরণের মধ্যে সংযোগ থাকতে পারে।
কুড়িল দ্বীপপুঞ্জ কামচাটকা উপদ্বীপের দক্ষিণ প্রান্ত থেকে বিস্তৃত। রাশিয়ান বিজ্ঞানীরা বুধবার সতর্ক করেছিলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই অঞ্চলে শক্তিশালী আফটারশক হতে পারে।
রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, আগ্নেয়গিরি থেকে ছয় হাজার মিটার পর্যন্ত উচ্চতায় ছাইয়ের মেঘ দেখা গেছে, যা প্রশান্ত মহাসাগরের দিকে পূর্বদিকে সরে যাচ্ছে। এই পথে কোনো জনবসতি নেই।
সূত্র : রয়টার্স