পূর্ব ও উত্তর জোটের সদস্য দেশগুলোর আকাশসীমা ক্রমাগত লঙ্ঘন করার অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাশিয়াকে সতর্ক করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।
ন্যাটোর মহাসচিব মার্ক রুট ব্রাসেলসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘রাশিয়া যেন এটা মাথায় রাখে, প্রয়োজন হলে আন্তর্জাতিক আইন মেনে সব ধরনের পন্থায় রাশিয়ার হুমকির মোকাবেলা করবে ন্যাটো ও তার মিত্ররা।’
গত সপ্তাহে এস্তোনিয়ার ওপর রুশ যুদ্ধবিমানের আনাগোনার পরেই ৩২টি সদস্য দেশের এই জোট জরুরি বৈঠকে যোগ দেয়। তার আগেই পোল্যান্ডের আকাশে উড়তে দেখা যায় রুশ ড্রোন। তবে সেগুলো গুলি করে নামানো হয়েছে।
এদিকে, সোমবার ডেনমার্কের রাজধানী কোপেনহাগেনের বিমানবন্দরের উপর উড়তে দেখা যায় একাধিক ড্রোনকে। যদিও সেগুলো রুশ ড্রোন কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র : ডয়চে ভেলে