জার্মানিতে হিজাব পরে বিচারকের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা

জার্মানিতে কোনো মুসলিম নারী হিজাব খুলতে অস্বীকৃতি জানালে তিনি বিচারক বা প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না বলে রায় দিয়েছে জার্মানির একটি আদালত।

নয়া দিগন্ত অনলাইন
জার্মানিতে হিজাব পরে বিচারকের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
জার্মানিতে হিজাব পরে বিচারকের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা |মিডল ইস্ট মনিটর

জার্মানিতে কোনো মুসলিম নারী হিজাব খুলতে অস্বীকৃতি জানালে তিনি বিচারক বা প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না বলে রায় দিয়েছে জার্মানির একটি আদালত। এই রায়কে সমালোচকরা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

সোমবার (১ ডিসেম্বর) হেসের প্রশাসনিক আদালত এক নারীর আবেদন প্রত্যাখ্যান করে এ রায় বহাল রাখার ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ডার্মস্ট্যাড আদালত স্বীকার করে যে আইনজীবীর ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক গুরুত্ব উল্লেখযোগ্য। তবে তারা রায় দিয়েছে, রাষ্ট্রীয় নিরপেক্ষতা এবং বিচারে অংশগ্রহণকারীদের ধর্মীয় স্বাধীনতাসহ প্রতিযোগিতামূলক সাংবিধানিক নীতিগুলো এই অধিকারকে ছাড়িয়ে গেছে।

আদালতের বিবৃতি থেকে জানা গেছে, আবেদনে সাক্ষাৎকারের সময় এক নারীকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বিচারে অংশগ্রহণকারীদের সাথে আলাপচারিতার সময় তার হিজাব খুলবেন কিনা? ওই নারী স্পষ্টভাবে উত্তর দিয়েছিলেন, তিনি তা করবেন না। হেসে কর্তৃপক্ষ তার আবেদন প্রত্যাখ্যান করে বলেছে, বিচারিক কার্যক্রমের সময় ধর্মীয়ভাবে প্রতীকী পোশাক পরা রাষ্ট্রীয় নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করে এবং বিচারব্যবস্থার নিরপেক্ষতার প্রতি জনসাধারণের আস্থা নষ্ট করতে পারে।

এর আগে, অক্টোবরে হিজাব পরে সাধারণ বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে চাওয়ায় লোয়ার স্যাক্সনির একটি আদালত একজন নারীর বিরুদ্ধে একই রকম রায় জারি করে। রাষ্ট্রীয় আইন বিচারকদের বিচারের সময় রাজনৈতিক, ধর্মীয় বা আদর্শিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে এমন প্রতীক প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়ে রায় দিয়েছে ব্রাউনশোয়াইগের উচ্চ আঞ্চলিক আদালত।

ধর্মীয় স্বাধীনতার সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক রায়গুলোর সমালোচনা করেছেন। সমালোচকরা বলেছেন, জার্মানির রাষ্ট্রীয় নিরপেক্ষতার ব্যাখ্যা নিরপেক্ষতার পরিবর্তে বৈষম্যের হাতিয়ারে পরিণত হয়েছে। এ ধরনের রায় মুসলিম নারীদের ওপর অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাব ফেলে। এছাড়া আইনি পেশা ও জনসেবাতে তাদের অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য বাধা তৈরি করে।

সূত্র : মিডল ইস্ট মনিটর