ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালানোর কারণে ইসরাইলের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডসের বিখ্যাত উট্রেখ্ট বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়টির প্রধান নির্বাহী (রেক্টর) উইলকো হ্যাজেলেগার এক বিবৃতিতে এই বয়কটের ঘোষণা দেন।
তিনি বলেন, গোটা বিশ্বের যে অবস্থা, বিশেষ করে গাজার অবস্থা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের মানবিকভাবে কাজ করা উচিৎ।
হ্যাজেলেগার বলেন, ‘বিশ্বের পরিস্থিতি, বিশেষ করে গাজার পরিস্থিতি আমাদেরকে নৈতিক দিকনির্দেশনা মেনে কাজ করার কথা স্মরণ করিয়ে দেয়।’ এ সময় গাজায় খুবই মানবিক দুর্ভোগ বিরাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, একাডেমির জন্য উন্মুক্ততা ও সংলাপের প্রয়োজন আছে। তবে ইসরাইলি কর্তৃপক্ষ তাদের গণহত্যা নীতির সীমা অতিক্রম করেছে। সেজন্য তাদের সাথে সহযোগিতা বজায় রাখা যাচ্ছে না।
সূত্র : আল জাজিরা