গুরুতর পক্ষপাতিত্বের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তাবিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরাহ টারনেস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য যেভাবে সম্পাদনা করা হয়, সে জন্য বিবিসি ক্ষমা চাওয়ার প্রস্তুতি নেয়ার মধ্যে রোববার (৯ নভেম্বর) তারা পদত্যাগ করলেন। পাঁচ বছর এই পদে দায়িত্বরত অবস্থায় ডেভিকে একাধিক বিতর্ক ও পক্ষপাতের অভিযোগের কারণে ক্রমবর্ধমান চাপের মুখোমুখি হতে হয়েছে।
গত সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ বিবিসির ফাঁস হওয়া একটি অভ্যন্তরীণ নথি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, প্যানোরামা প্রোগ্রামটি মার্কিন প্রেসিডেন্টের ভাষণের দুটি অংশ একসাথে সম্পাদনা করেছে। সম্পাদনাটি এমনভাবে করা হয়েছে যাতে মনে হচ্ছে, তিনি ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিল দাঙ্গাকে স্পষ্টভাবে উৎসাহিত করার চেষ্টা করছেন।
বিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধান উভয়েরই একই দিনে পদত্যাগ করা নজিরবিহীন। যুক্তরাজ্যের রাজনৈতিক নেতারা আশা করছেন, পদত্যাগের ফলে পরিবর্তন আসবে। অন্যদিকে ট্রাম্প এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
রোববার সন্ধ্যায় পদত্যাগের ঘোষণা দিয়ে ডেভি বলেন, ‘সব সরকারি প্রতিষ্ঠানের মতো বিবিসিও নিখুঁত নয়, এবং আমাদের সবসময় উন্মুক্ত, স্বচ্ছ ও দায়বদ্ধ থাকতে হবে। বিবিসি নিউজকে ঘিরে বর্তমান বিতর্কের কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছি, যদিও এটি একমাত্র কারণ নয়।’
তিনি আরো বলেন, ‘সামগ্রিকভাবে বিবিসি ভালো কাজ করছে। কিন্তু কিছু ভুল হয়েছে এবং এর মহাপরিচালক হিসেবে আমাকেই চূড়ান্ত দায়িত্ব নিতে হবে।’
অপরদিকে রোববার রাতে এক বিবৃতিতে টার্নেস বলেন, ‘প্যানোরামা বিতর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি বিবিসির ক্ষতি করছে। আমার উপর দোষ চাপানো হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘যারা নেতৃত্বে থাকে তাদের দায়বদ্ধতা বেশি, এবং সেই কারণেই আমি পদত্যাগ করছি। যদিও ভুল হয়েছে, কিন্তু আমি সম্পূর্ণরূপে স্পষ্ট করে বলতে চাই যে বিবিসি নিউজ প্রাতিষ্ঠানিকভাবে পক্ষপাতদুষ্ট এমন অভিযোগগুলো ভুল।’
দ্য টেলিগ্রাফ প্রকাশিত অভ্যন্তরীণ নথিতে আরো বলা হয়, বিবিসি আরবি বিভাগে ইসরাইল-গাজা যুদ্ধের কভারেজে পক্ষপাতিত্বের ‘পদ্ধতিগত সমস্যা’ রয়েছে, যা নিয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি।
অভ্যন্তরীণ নথিটি প্রকাশের পর বিবিসির ব্যাপকভাবে সমালোচনা শুরু হয়। হোয়াইট হাউস বিবিসিকে ‘শতভাগ ভুয়া খবরের’ সম্প্রচারক হিসেবে বর্ণনা করে।
সূত্র : বিবিসি



