ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৪

হামলার কারণে ১৫টিরও বেশি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। ডারনিটস্কি, সভিয়াতোশিনস্কি, সোলোমিয়ানস্কি, হলোসিভস্কি ও নিপ্রোভস্কি এলাকায় হামলার খবর পাওয়া গেছে।

নয়া দিগন্ত অনলাইন
কিয়েভে রুশ হামলার পর উদ্ধারকর্মী কাজ করছেন
কিয়েভে রুশ হামলার পর উদ্ধারকর্মী কাজ করছেন |সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে রাশিয়া বড় পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কমপক্ষে চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি করে স্থানীয় সামরিক প্রশাসন জানিয়েছে, রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে তিনজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে আরো একজনের লাশ উদ্ধার করা হয়।

তাকাচেঙ্কো সামাজিক যোগযোগমাধ্যম টেলিগ্রামে জানান, হামলার কারণে ১৫টিরও বেশি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। ডারনিটস্কি, সভিয়াতোশিনস্কি, সোলোমিয়ানস্কি, হলোসিভস্কি ও নিপ্রোভস্কি এলাকায় হামলার খবর পাওয়া গেছে।

বহুতল আবাসিক ভবনগুলো ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু জায়গায় গাড়িতে আগুন লাগানোর ঘটনাও ঘটেছে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে জানান, রাশিয়ার হামলা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে। প্রায় ৫০০টি স্ট্রাইক ড্রোন ও ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে তারা হামলা চালিয়েছে।

সূত্র : আল জাজিরা