ইউক্রেন যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে আলোচনায় বসতে প্রস্তুত আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (২১ ডিসেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
রাষ্ট্রীয় বার্তাসংস্থা রিয়া নভোস্তিকে পেসকভ বলেছেন, ‘ম্যাক্রোর সাথে সংলাপে বসার প্রস্তুতির কথা প্রকাশ করেছেন পুতিন। সুতরাং যদি পারস্পরিক রাজনৈতিক সদিচ্ছা থাকে, তবে এটিকে কেবল ইতিবাচকভাবেই মূল্যায়ন করা সম্ভব।’
এর আগে, চলতি সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ইউরোপের উচিত আবারো পুতিনের সাথে যোগাযোগ শুরু করা।
তিনি আরো বলেন, ‘ইউরোপীয় ও ইউক্রেনীয়দের স্বার্থেই আগামী সপ্তাহগুলোতে এই আলোচনা পুনরায় শুরু করার জন্য সঠিক কাঠামো খুঁজে বের করা জরুরি।’
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে গড়ানোর প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের নেতারা শুক্রবার ইউক্রেনকে সম্ভাব্য বাজেট ঘাটতি মোকাবেলায় ৯০ বিলিয়ন ইউরো (প্রায় ১০৫ বিলিয়ন ডলার) ঋণ দেয়ার বিষয়ে একমত হয়েছেন।
তবে এই অর্থ জোগাড়ে জব্দ করা রুশ সম্পদ ব্যবহারের বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হন।
সূত্র : বাসস



