যুক্তরাজ্যে ২০২৪ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের লেবার পার্টি ক্ষমতা গ্রহণের পর থেকে ৫০ হাজারেরও বেশি মানুষ ইংলিশ চ্যানেল পেরিয়ে দেশটিতে প্রবেশ করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
দেশটির স্বরাষ্ট্র দফতরের তথ্য থেকে জানা গেছে, গত সোমবার আটটি ছোট নৌকায় ৪৭৪ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে। যা আগস্টে একদিনে আসা সর্বোচ্চ সংখ্যক অনিয়মিত অভিবাসী।
সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ৪ জুলাই ২০২৪ তারিখে সাধারণ নির্বাচনে স্টারমারের লেবার পার্টি জয়লাভের পর থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করা মোট অভিবাসীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। কোনো প্রধানমন্ত্রীর আমলে দেশে এক বছরে এত সংখ্যক অভিবাসনপ্রত্যাশীর আগমন দেখেনি যুক্তরাজ্য। পার্লামেন্ট নির্বাচনের পর ৪০২ দিন ধরে ক্ষমতায় আছে লেবার পার্টির সরকার।
স্কাই নিউজকে স্বরাষ্ট্র দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, ইংলিশ চ্যানেল পথে ছোট নৌকায় অভিবাসীদের আগমন বন্ধে সরকারের ‘গুরুত্বপূর্ণ’ পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘আমরা সবাই বিপজ্জনক ছোট নৌকায় পারাপার বন্ধ করতে চাই, যা জীবনের জন্য হুমকিস্বরূপ এবং আমাদের সীমান্ত নিরাপত্তাকে দুর্বল করে তোলে।’
মুখপাত্র আরো বলেন, ‘পাচারকারী চক্রগুলোর মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই। এসব গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং মানব পাচারকারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এজন্য সরকার প্রতিটি পর্যায়ে এই চক্রগুলোকে ধ্বংস করার জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে।’
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি