রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার (৩০ ডিসেম্বর) দাবি করেছেন, দেশটির উত্তর-পশ্চিমে নভগোরোডে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন রাতভর ড্রোন হামলা চালিয়েছে।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় ল্যাভরভ দাবি করেছেন, ইউক্রেন ৯১টি দূরপাল্লার স্ট্রাইক ড্রোন ব্যবহার করে আক্রমণ চালিয়েছিল। তবে সেগুলোকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ল্যাভরভ বলেছেন, এই হামলার কারণে ইউক্রেনে শান্তির জন্য চলমান আলোচনায় প্রভাব ফেলবে। তবে তিনি বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা প্রক্রিয়া থেকে সরে আসব না।’
তিনি সতর্ক করে বলেছেন, এই ধরনের ‘বেপরোয়া কর্মকাণ্ডের জবাব দেয়া হবে’ এবং রাশিয়া প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিয়েছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে ল্যাভরভের দাবি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, অভিযোগগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদলের সাথে ইউক্রেনের কূটনৈতিক প্রচেষ্টার সব অর্জনকে ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
তিনি দাবি করেন, মস্কোর দাবি ‘কিয়েভসহ ইউক্রেনের বিরুদ্ধে অতিরিক্ত আক্রমণকে ন্যায্যতা দেয়ার পাশাপাশি যুদ্ধ শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাশিয়ার অস্বীকৃতিকে ন্যায্যতা দেয়ার চেষ্টা করছে’।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



