লন্ডনে ইরানের দূতাবাসের ছাদে ওঠা বিক্ষোভকারী গ্রেফতার

লন্ডনে ইরানের দূতাবাসে ছাদে ওঠা এক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে, পাশাপাশি সহিংস বিশৃঙ্খলার অভিযোগে আরো কয়েকজনকে আটক করেছে পুলিশ।

নয়া দিগন্ত অনলাইন
লন্ডনে ইরানের দূতাবাসের ছাদে ওঠা বিক্ষোভকারী গ্রেফতার
লন্ডনে ইরানের দূতাবাসের ছাদে ওঠা বিক্ষোভকারী গ্রেফতার |সংগৃহীত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইরানের দূতাবাসের ছাদে উঠে পতাকা নামানোর ঘটনায় এক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। একই সাথে আরো কয়েকজনকে সহিংস বিশৃঙ্খলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই ঘটনায় সংঘর্ষে একাধিক পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মেট্রোপলিটন পুলিশ শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জানায়, চলমান বিক্ষোভের সময় এক ব্যক্তি অবৈধভাবে দূতাবাসের নিজস্ব এলাকায় প্রবেশ করে একাধিক বারান্দা পেরিয়ে ছাদে ওঠেন এবং সেখান থেকে একটি পতাকা নামিয়ে ফেলেন।

পুলিশ জানায়, চলমান বিশৃঙ্খলার মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু নিক্ষেপ করে বিক্ষোভকারীরা।

পুলিশ আরো জানায়, এ ঘটনায় সহিংস বিশৃঙ্খলার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।

গত সপ্তাহে লন্ডন পুলিশ ইরানের দূতাবাসে সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে ও নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েনের ঘোষণা দেয়।

এর আগে, গত সপ্তাহে শনিবার এক বিক্ষোভকারী লন্ডনে ইরানি দূতাবাসের পতাকা নামিয়ে ১৯৭৯ সালের বিপ্লবের আগে ব্যবহৃত পতাকা উত্তোলন করেন।

এদিকে, ইরানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির ধর্মতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে।

পর্যবেক্ষকদের মতে, এই সব বিক্ষোভে হাজারো মানুষ নিহত হলেও সাম্প্রতিক দিনগুলোতে আন্দোলনের তীব্রতা কিছুটা কমেছে।

ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে বিক্ষোভ গত ২৮ ডিসেম্বর তেহরানের বাজার বন্ধের মাধ্যমে শুরু হয়, যা ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ধর্মীয় শাসনব্যবস্থা অপসারণের দাবিতে গণআন্দোলনে রূপ নেয়।

সূত্র : বাসস