রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বৃদ্ধি করলো জাপান

ইউক্রেনে হামলার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে জাপান আজ শুক্রবার নতুন করে নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে। জাপানে থাকা রাশিয়ার আরো বেশি সংখ্যক ব্যক্তি ও গোষ্ঠীর সম্পদ জব্দ করার পাশাপাশি সে দেশ থেকে তেল কেনার মূল্যসীমাও কমিয়ে দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জাপানের পতাকা
জাপানের পতাকা |বাসস

ইউক্রেনে হামলার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে জাপান আজ শুক্রবার নতুন করে নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে। জাপানে থাকা রাশিয়ার আরো বেশি সংখ্যক ব্যক্তি ও গোষ্ঠীর সম্পদ জব্দ করার পাশাপাশি সে দেশ থেকে তেল কেনার মূল্যসীমাও কমিয়ে দেয়া হয়েছে।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, টোকিও ১৪ জন রুশ নাগরিক এবং ৫১টি সংস্থার সম্পদ জব্দ করবে। তাদের মধ্যে রুশ কর্মকর্তা, রুশ কোম্পানির প্রধান নির্বাহী ও ইউক্রেনের রাশিয়াপন্থী ব্যক্তিও রয়েছে।

রাশিয়ার রফতানি আয় কমিয়ে দেয়ার লক্ষ্যে জাপান বর্তমান তেলের মূল্যসীমা প্রতি ব্যারেল ৬০ ডলার থেকে কমিয়ে ৪৭ দশমিক ৬০ ডলার করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সালে জি-৭ প্রতি ব্যারেল তেলের মূল্যসীমা ৬০ ডলার করার সিদ্ধান্ত দিয়েছিল।

এই পদক্ষেপের আওতায় রাশিয়ার সাথে লেনদেনকারী শিপিং সংস্থা ও বীমা কোম্পানিগুলোকে নির্ধারিত সীমার মধ্যে থেকে তেল রফতানির নির্দেশ দেয়া হয়েছে। গত জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন একই ধরনের পদক্ষেপ নিয়েছে।

জাপান সরকারের শীর্ষ একজন মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেন, আমরা আন্তর্জাতিক মহলকে সহযোগিতা করে ইউক্রেনকেন্দ্রিক বিদ্যমান সমস্যা সমাধানে কাজ করবো।

ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর অবস্থানকে দৃঢ়ভাবে সমর্থন করে জাপান। কিয়েভকে আর্থিক ও অন্যান্য সরঞ্জাম দিয়ে সহায়তা প্রদান করেছে দেশটি। এর আগেও রুশ নাগরিক ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা।

সূত্র : এএফপি/বাসস