শান্তি চুক্তির পর ইউক্রেনে বিদেশী সেনার প্রয়োজন নেই : পুতিন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মস্কোতে দেখা করার জন্য পুতিন আবারো আমন্ত্রণ জানান এবং রাশিয়ার রাজধানী মস্কোকে এই ধরনের সাক্ষাতের জন্য ‘সেরা স্থান’ বলে অভিহিত করেন।

নয়া দিগন্ত অনলাইন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন |সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার (৫ সেপ্টেম্বর) বলেছেন, শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ইউক্রেনে আর বিদেশী সেনা মোতায়েনের প্রয়োজন হবে না। রাশিয়ার ভ্লাদিভস্ত শহরে অনুষ্ঠিত পূর্ব অর্থনৈতিক ফোরামের এক পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি এ মন্তব্য করেছেন।

প্যারিসে অনুষ্ঠিত ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানকারী ও যুদ্ধবিরতির পর সৈন্য মোতায়েনের প্রতিশ্রুতি দেয়া দেশগুলোর জোট ‘কোয়ালিশন অফ দ্য উইলিং’-এর বৈঠক নিয়ে মন্তব্য করতে গিয়ে পুতিন বলেন, যদি ইউক্রেনে বিদেশী সৈন্য মোতায়েন করা হয়, তাহলে তারা রাশিয়ান সামরিক বাহিনীর জন্য একটি বৈধ লক্ষ্য হবে।

তিনি বলেন, ‘যদি তারা আজ ইউক্রেনে উপস্থিত হয়, তাহলে তারা রাশিয়ান সামরিক বাহিনীর জন্য একটি বৈধ লক্ষ্য হবে। যদি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে পৌঁছানো হয়, তাহলে ইউক্রেনের ভূখণ্ডে তাদের উপস্থিতির কোনো অর্থ দেখতে পাচ্ছি না। কারণ যদি এই চুক্তিগুলো সম্পন্ন হয়, তাহলে কোনো সন্দেহ নেই যে রাশিয়া তা সম্পূর্ণরূপে মেনে চলবে না।’

তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মস্কোতে দেখা করার জন্য আবারো আমন্ত্রণ জানান এবং রাশিয়ার রাজধানী মস্কোকে এই ধরনের সাক্ষাতের জন্য ‘সেরা স্থান’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, ‘যদি কেউ সত্যিই আমাদের সাথে দেখা করতে চান- আমরা প্রস্তুত। এর জন্য সবচেয়ে ভালো জায়গা হলো রাশিয়ান ফেডারেশনের রাজধানী, সেরা শহর মস্কো।’

রুশ প্রেসিডেন্ট বলেন, কিছুদিন আগেই কিয়েভ রাশিয়ার সাথে যোগাযোগের সম্ভাবনা নাকচ করে দিয়েছিল। কিন্তু এখন তারা আলোচনার জন্য অনুরোধ করছে। এ সময় তিনি ইউক্রেনের প্রতিনিধিদলের নিরাপত্তার সম্পূর্ণ নিশ্চয়তা দেয়ার প্রতিশ্রুতিও দেন।

তিনি জোর দিয়ে বলেন, ‘ইউক্রেনীয় পক্ষ এই বৈঠকটি চায় এবং তারা এই বৈঠকের প্রস্তাবও দিচ্ছে। আমি বলেছিলাম যে আমি প্রস্তুত, দয়া করে আসুন। আমরা কাজের ও তাদের নিরাপত্তা সম্পূর্ণরূপে নিশ্চিত করব।’ একইসাথে, তিনি ইউক্রেনের বৈঠকের স্থান বেছে নেয়ার দাবিকে ‘অতিরিক্ত’ বলে বর্ণনা করেন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি