ইউক্রেন সংঘাতের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘স্পষ্ট বার্তাকে’ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্বাগত জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
ট্রাম্প তার অবস্থান থেকে সরে এসে কিয়েভ রাশিয়ার দখল সব ইউক্রেনীয় ভূখণ্ড পুনরুদ্ধার করতে পারে বলে ঘোষণা দেয়ার পর ম্যাক্রোঁ তাকে স্বাগত জানালেন।
নিউইয়র্ক থেকে ফ্রান্স-২৪ ও রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালকে (আরএফআই) দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, এই বিষয়ে ট্রাম্পের অবস্থান পরিবর্তন ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ এবং এটি একটি ‘নতুন দৃষ্টিভঙ্গি’ প্রদান করেছে। কারণ কিয়েভের জন্য মার্কিন সরঞ্জাম ও সমর্থন প্রয়োজন।
তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এটি একটি খুব স্পষ্ট বার্তা যে রাশিয়া নিঃসন্দেহে দুর্বল, অনেকে যেমন বলছে তার চেয়েও ভঙ্গুর।’
নিউইয়র্কে বার্ষিক জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে যোগ দিয়েছেন ম্যাক্রোঁ। তিনি সেখান থেকে জানান, ‘রাশিয়াকে আরো বেশি প্রতিরোধ করতে এবং এমনকি দখল করা অঞ্চল পুনরুদ্ধার করতে ইউক্রেনকে সাহায্য করবেন তিনি।’
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইইউর সহায়তায় ‘পুরো ইউক্রেনকে তার আসল রূপে ফিরিয়ে আনার’ জন্য লড়াই করা ও জয় করার অবস্থানে রয়েছে ইউক্রেন।
২০১৪ সালে একটি অভিযানের পর ক্রিমিয়াকে নিজেদের সাথে সংযুক্ত করে রাশিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোর পূর্ণ মাত্রার হামলার পর এখন ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলগুলোকেও নিয়ন্ত্রণ করছে রাশিয়া।
সূত্র : বাসস