গাজার মতো ইউক্রেনেও যুদ্ধ বন্ধের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। স্লোভেনিয়ায় অনুষ্ঠিত ন্যাটো সংসদীয় পরিষদের বৈঠকে অংশগ্রহণের পর দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলুবের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ন্যাটো মহাসচিব বলেন, গাজায় বন্দীবিনিময় ও যুদ্ধ বন্ধের মধ্য দিয়ে যে স্থিতিশীলতা তৈরি হয়েছে, ইউক্রেনেও তা প্রসারিত করা উচিৎ।
রুট গাজায় বন্দী বিনিময় ও যুদ্ধ বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এটি একটি ভালো সংবাদ। আমরা সবাই মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা কামনা করি। আমরা চাই, এভাবে ইউরোপে শান্তি প্রতিষ্ঠার জন্যও উদ্যোগ নেয়া হবে এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যে ভয়ঙ্কর হামলা চালিয়েছে, তারও অবসান ঘটানো হবে। আমরা আশাবাদি যে এই ধারা আমরা অব্যাহত রাখতে পারব।
সূত্র : আনাদোলু এজেন্সি