ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রেমলিন আক্রমণের হুমকি দিয়েছেন। তিনি রাশিয়ার নেতৃত্বকে বলেছেন, ‘হয় যুদ্ধ বন্ধ হোক। নইলে আক্রমণের জন্য প্রস্তুত থাকুক রাশিয়া।’
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, তাদের মিত্র শক্তির পাঠানো অনেকগুলো অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা উঠে গেছে। তাই রাশিয়াকে এখন আক্রমণ করা সম্ভব।
তিনি আরো বলেন, তিন হাজার কিলোমিটার যেতে পারে এমন ড্রোন সাথে নিয়ে আক্রমণের মোকাবেলা করেছে তার দেশের সামরিক বাহিনী।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ অন্যান্য কর্মকর্তাদের বাসস্থান ক্রেমলিনে। এটি ইউক্রেনের সীমান্ত থেকে ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত।