ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পরই এ হামলা চালানো হয়।

নয়া দিগন্ত অনলাইন

রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। এতে দুইজন বেসামরিক নাগরিক নিহত ও একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর।

বেলগোরোডের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদোকভ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘ইয়াসনে জোরি গ্রামের একটি কৃষি প্রতিষ্ঠানে ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপ করা হলে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের একজন পুরুষ ও একজন নারী। এই হামলায় তারা ঘটনাস্থলেই নিহত হন।’

তিনি আরো বলেন, ‘বিস্ফোরণে পায়ে গুরুতর জখম এক ব্যক্তির অস্ত্রোপচার চলছে।’

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পরই এ হামলা চালানো হয়।

বৈঠকে জেলেনস্কি রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম মার্কিন দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য ট্রাম্পকে আহ্বান জানান। কিন্তু ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার সাথে চুক্তি করতে বলার পর জেলেনস্কি খালি হাতে ফিরে যান।

শীত ঘনিয়ে আসার সাথে সাথে মস্কো সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে আক্রমণ বাড়িয়েছে। ফলে হাজার হাজার মানুষ বিদ্যুৎ ছাড়াই রয়েছে।

পাল্টা আঘাত হানতে, ইউক্রেনও রাশিয়ার পশ্চিম সীমান্ত অঞ্চলের পাশাপাশি তার তেল ও গ্যাস স্থাপনাগুলোতে হামলা জোরদার করেছে।

সূত্র : বাসস