ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তবে তাদের বৈঠকের আগে কিয়েভে হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। এ ঘটনায় অন্তত দু’জন নিহত এবং আরো ৩২ জন আহত হয়েছে।
শনিবার ভোর থেকে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে প্রায় ১০ ঘণ্টা পর্যন্ত ইউক্রেন কর্তৃপক্ষ সতর্কতা জারি রেখেছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় নেতাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত দু’জন নিহত এবং আরো ৩২ জন আহত হয়েছে। তবে এখন পর্যন্ত শহরের এক তৃতীয়াংশ এলাকা উত্তাপমুক্ত রয়েছে।
কর্মকর্তাদের মতে, হামলায় কিয়েভের দিনিপ্রোভস্কি জেলায় ৭১ বছর বয়সী একজন এবং নিকটবর্তী বিলা সেরকা শহরে আরো একজন নিহত হয়েছেন।
কিয়েভ পুলিশ জানিয়েছে, কিয়েভে দুই শিশুসহ কমপক্ষে ৩২ জন আহত হয়েছে।
সূত্র : আল জাজিরা



