ইউক্রেনে রুশ হামলায় নিহত ১, আহত ১৫

রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ১ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ও অনাবাসিক ভবন। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের আলোচনার মধ্যেই এই হামলা হলো।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনে রুশ হামলায় নিহত ১, আহত ১৫
ইউক্রেনে রুশ হামলায় নিহত ১, আহত ১৫ |ফাইল ছবি

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে গত রাতে রাশিয়ার হামলায় একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার ভোরে স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

হামলার সময় পুরো দেশজুড়ে বিমান হামলার সতর্কবার্তা জারি করা হয়। কিয়েভের সামরিক কর্তৃপক্ষ ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলার বিষয়ে জনগণকে সতর্ক করেছে।

রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে এক পোস্টে জানান, কিয়েভ বড় ধরনের শত্রু হামলার শিকার হয়েছে। তিনি সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন।

মেয়র জানান, হামলায় বেশ কিছু অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

পৃথক এক পোস্টে মেয়র ক্লিটসকো লিখেন, ‘এখন পর্যন্ত একজনের মৃত্যু ও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।’

তিনি জানান, আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ থেকে বেশ কিছু ভবনে আগুন ধরে যায়। এর ফলে শহরের কিছু অংশে পানি ও তাপ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।

এদিকে, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও হামলা চালিয়েছে রুশ বাহিনী।

শহরের মেয়র ইগর তেরেখভ জানান, ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন দিয়ে চালানো এই হামলায় বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেরেখভ টেলিগ্রামে জানিয়েছেন, সেখানে আহত হয়েছে ১১ জনেরও বেশি মানুষ।

যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনার মাঝেই এই হামলা হলো। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেন।

শনিবারও এই আলোচনা চলার কথা রয়েছে। তবে আলোচনার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ভূখণ্ড নিয়ে বিরোধই এখন প্রধান বাধা।

এদিকে মস্কো দাবি করছে, ইউক্রেনকে অবশ্যই পূর্ব দনবাস অঞ্চল থেকে তাদের সৈন্য সরিয়ে নিতে হবে।

সূত্র : বাসস