শান্তি আলোচনার মধ্যেও উত্তেজনা বাড়ছে

ইউক্রেনীয় ড্রোন হামলায় ২৪ জন নিহত : রাশিয়া

কৃষ্ণসাগর উপকূলের রিসোর্ট শহর খোরলিতে একটি ক্যাফে ও একটি হোটেলে তিনটি ড্রোন আঘাত হানে। ড্রোনগুলোর মধ্যে একটি দাহ্য মিশ্রণ বহন করছিল, যার ফলে আগুন লাগে।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের ড্রোন হামলায় ২০ জন নিহত, আহত ৫০
ইউক্রেনের ড্রোন হামলায় ২০ জন নিহত, আহত ৫০ |সংগৃহীত

শান্তি আলোচনা ফলপ্রসূ বলে কূটনীতিকরা দাবি করলেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে। রাশিয়ার কর্মকর্তাদের মতে, ইউক্রেনের খেরসন অঞ্চলের একটি রুশ অধিকৃত গ্রামে নববর্ষ উদযাপনের সময় ইউক্রেনীয় ড্রোন হামলায় ২৪ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন।

রাশিয়ার নিয়োগপ্রাপ্ত আঞ্চলিক নেতা ভ্লাদিমির সালদো বৃহস্পতিবার (১ জানুয়ারি) টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে জানান, কৃষ্ণসাগর উপকূলের রিসোর্ট শহর খোরলিতে একটি ক্যাফে ও একটি হোটেলে তিনটি ড্রোন আঘাত হানে। ড্রোনগুলোর মধ্যে একটি দাহ্য মিশ্রণ বহন করছিল, যার ফলে আগুন লাগে।

ইউক্রেনীয় কর্মকর্তারা এ হামলার দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন একাধিক রুশ কর্মকর্তা।

সূত্র : এপি