জান্তা সরকারের নির্বাচন প্রত্যাখ্যান করল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী

বিদ্রোহী গোষ্ঠীটি বর্তমানে রাখাইন রাজ্যের ১৭টি শহরের অন্তত ১৪টিই নিয়ন্ত্রণ করছে। এছাড়া তারা রাজ্যের রাজধানী সিত্তের কিয়াকফিউ দ্বীপটিও দখলের চেষ্টা করছে।

নয়া দিগন্ত অনলাইন
আরাকান আর্মি
আরাকান আর্মি |ইরাবতি

নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলে জান্তা সরকারের নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। সোমবার (১১ আগস্ট) এএ-এর মুখপাত্র খাইং থুখা দেশটির গণমাধ্যম ইরাবতীকে এ কথা বলেন।

তিনি বলেন, সেনাসমর্থিত সরকারের অধীনে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে কোনো নির্বাচন মেনে নেয়া হবে না।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতায় আসে বর্তমান জান্তা সরকার। এরপর গৃহযুদ্ধ শুরু হলে ক্ষমতাসীন জেনারেলদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে আরাকান আর্মি (এএ)। বিদ্রোহী গোষ্ঠীটি বর্তমানে রাখাইন রাজ্যের ১৭টি শহরের অন্তত ১৪টিই নিয়ন্ত্রণ করছে। এছাড়া তারা রাজ্যের রাজধানী সিত্তে-কে ঘিরে চীনা মেগা-বিনিয়োগ প্রকল্পগুলো অবস্থিত কিয়াকফিউ দ্বীপটিও দখলের চেষ্টা করছে।

ক্ষমতা দখলের চার বছরেরও বেশি সময় পর নির্বাচনের ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। এর জন্য বর্তমান সরকারেরই নিয়ন্ত্রণাধীন একটি অন্তর্বতীকালীন সরকার গঠন করেছে। তবে তাদের এই নির্বাচনের ঘোষণাকে প্রহসন বলে নিন্দা জানিয়েছে বিদ্রোহীরা। একইসাথে নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থাসহ আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলোও পরিকল্পিত এই নির্বাচন ঘোষণার নিন্দা জানায়।

সূত্র : ইরাবতি