ভিয়েতনামে টানা বষর্ণ ও বন্যায় ৪১ জনের প্রাণহানি

বন্যার ফলে ৫২ হাজারেরও বেশি বাড়িঘর ডুবে গেছে এবং প্রায় পাঁচ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

নয়া দিগন্ত অনলাইন

ভিয়েতনামের মধ্যাঞ্চলে সপ্তাহান্ত থেকে অবিরাম বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে। নিখোঁজ হয়েছেন নয়জন। তাদের সন্ধানে ‍উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিবেদন অনুসারে, বন্যার ফলে ৫২ হাজারেরও বেশি বাড়িঘর ডুবে গেছে এবং প্রায় পাঁচ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। গত তিন দিনে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ১.৫ মিটার ছাড়িয়ে গেছে। কিছু অংশে তা ১৯৯৩ সালের বন্যার সর্বোচ্চ ৫.২ মিটারকেও ছাড়িয়ে গেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে উপকূলীয় শহর হোই আন ও নাহা ট্রাং। সেইসাথে কেন্দ্রীয় উচ্চভূমির একটি গুরুত্বপূর্ণ কফি উৎপাদন অঞ্চলে কৃষকরা ইতোমধ্যেই আগের ঝড়ের কারণে ফসল কাটা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে ভিয়েতনাম একের পর এক বিরূপ আবহাওয়ার মুখে পড়েছে। কয়েক সপ্তাহের ব্যবধানে দেশটিতে কালমেগি ও বুয়ালয় নামে দুটি টাইফুন আঘাত হানে। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগে দুই বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকা বাড়িঘরের ছাদে মানুষ আটকে আছে, আর বাড়ির ভেতর দিয়ে ক্রমেই পানি ঢুকে যাচ্ছে। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে লাম ডং প্রদেশের একটি ঝুলন্ত সেতু নোঙর ছিঁড়ে ভেসে যেতে দেখা যায়।

সূত্র : বিবিসি