থাইল্যান্ড তার প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সাথে বিতর্কিত সীমান্ত নিয়ে শান্তি চুক্তি স্থগিত করেছে। দুই সপ্তাহ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল।
সিসাকেট প্রদেশে কম্বোডিয়ান সীমান্তের কাছে স্থলমাইন বিস্ফোরণে সৈন্য আহত হওয়ার পর থাইল্যান্ড এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন একজন সরকারি মুখপাত্র।
এদিকে কম্বোডিয়া চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে। চলতি বছরের জুলাই মাসে দুই দেশের সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর এই চুক্তি স্থায়ী শান্তি বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছিল। ওই সংঘাতে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
গত অক্টোবরে মালয়েশিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে দুই দেশ শান্তি চুক্তিতে স্বাক্ষর করে। যদিও থাইল্যান্ড একে শান্তি চুক্তি বলতে অস্বীকৃতি জানায়।
সোমবার থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি দেশের প্রতিরক্ষা প্রধানদের নেয়া সিদ্ধান্তের সাথে একমত, নিরাপত্তা হুমকি আসলে কমেনি।
থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের মতে, টহল দেয়ার সময় সৈন্যরা আহত হয়। এর মধ্যে একজন তার পা হারিয়েছেন। মঙ্গলবার আহত সৈন্যদের দেখতে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান অনুতিন।
সূত্র : বিবিসি



