৮০ বছর আগে চীনের কাছে আত্মসমর্পন করেছিল জাপান। যার জেরে শেষ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশেষ এই দিনটিকে স্মরণে রেখে বুধবার (৩ সেপ্টেম্বর) চীনের রাজধানীতে আয়োজিত হয়েছে এক বিরাট কুচকাওয়াজের অনুষ্ঠান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অনুষ্ঠানটি পরিদর্শন করেছেন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এর মধ্যে অন্যতম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দুই নেতাই এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
বিভিন্ন দেশের নেতাদের সাথে যে গ্রুপ ছবি তোলা হয়েছে, তাতে একেবারে প্রথম সারিতে ছিলেন পুতিন ও কিম। কুচকাওয়াজ শুরু হওয়ার আগে মোট ২৬টি দেশের রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানান শি। তিয়ানআনমেন স্কোয়্যারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।
কুচকাওয়াজ শুরুর আগে শি বক্তৃতায় বলেন, বিশ্বের সামনে এখন দু’টি বিকল্প। এক তারা যুদ্ধের পক্ষে অথবা শান্তির। চীন সবসময় শান্তির পক্ষে বলে দাবি করেছেন তিনি।
একইসাথে তিনি জানিয়েছেন, চীনের একমাত্র লক্ষ্য উন্নয়ন। কোনভাবেই এই উন্নয়নের যাত্রা স্তব্ধ করা যাবে না বলে জানিয়েছেন তিনি। তার বক্তব্যের পরেই কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু হয়।
গত রোববার ও সোমবার বেইজিংয়ে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। পুতিন ও শি জিনপিংয়ের সাথে সেখানে তার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। তবে বুধবারের অনুষ্ঠানে যোগ দেননি মোদি।
সূত্র : ডয়চে ভেলে