দক্ষিণ চীন সাগরে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার

দক্ষিণ চীন সাগরে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে মার্কিন নৌবহরের একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
চীন সাগরে মার্কিন নৌবহরের টহল
চীন সাগরে মার্কিন নৌবহরের টহল |আল জাজিরা

দক্ষিণ চীন সাগরে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে মার্কিন নৌবহরের একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় আলাদা আলাদা দু’টি ঘটনায় সেগুলো বিধ্বস্ত হয়।

মার্কিন নৌবহর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় কোন সেনা আহত হয়েছে কিনা, সে বিষয়ে তারা কিছু জানায়নি।

বিবৃতিতে বলা হয়, সিহক মডেলের হেলিকপ্টারটি রুটিন ওয়ার্ক করার সময় হঠাৎ করে ভেঙ্গে পড়ে। এ সময় বহরের অনুসন্ধানী টিম হেলিকপ্টারে থাকা তিনজনকে খুঁজে বের করতে সক্ষম হয়েছে।

সিহক মডেলের হেলিকপ্টারটি সামুদ্রিক বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। সাব-মেরিন প্রতিরোধ করা, উদ্ধার ও অনুসন্ধান ইত্যকার কাজে ব্যবহৃত হয়।

এর আধা ঘণ্টা পরই সুপার হোর্নেট মডেলের একটি ফাইটার জেড বিধ্বস্ত হয়। এটি তার রুটিক ওয়ার্ক করার সময় দুর্ঘটনার শিকার হয়।

সূত্র : আল জাজিরা