মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ১৩

অভিবাসীদের এই দলটি প্রায় ৩০০ জনকে নিয়ে একটি বড় নৌকায় মিয়ানমার থেকে রওনা হয়েছিল।

নয়া দিগন্ত অনলাইন

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তের কাছে কয়েক ডজন অভিবাসী নিয়ে নৌকা ডুবে যাওয়ার পর ১৩ জনের লাশ এবং আরো ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অভিবাসীদের বেশিভাগই রোহিঙ্গা ছিলেন।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা বারনামার মতে, মালয়েশিয়ার কর্তৃপক্ষ সাতটি লাশ উদ্ধার করেছে। এদিকে থাইল্যান্ডের কর্মকর্তারা আরো ছয়টি লাশ উদ্ধার করেছে।

সোমবার (১০ নভেম্বর) মেরিটাইম ফার্স্ট অ্যাডমিরাল রোমলি মুস্তাফা সাংবাদিকদের বলেন, ‘আমরা আজ আরো অভিবাসীদের সন্ধান পাবো বলে আশা করছি। সমুদ্রের স্রোতের কারণে তারা মালয়েশিয়ার পানিসীমার দিকে ভেসে আসছেন।’

তিনি আরো বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান ২৫০ বর্গ নটিক্যাল মাইলেরও বেশি এলাকাজুড়ে সম্প্রসারিত করা হয়েছে।

রোববার গণমাধ্যমের খবরে বলা হয়, অভিবাসীদের এই দলটি প্রায় ৩০০ জনকে নিয়ে একটি বড় নৌকায় মিয়ানমার থেকে রওনা হয়েছিল। পরে যাত্রীদের তিনটি ছোট নৌকায় স্থানান্তর করা হয়। এর মধ্যে একটি নৌকা ডুবে যায়। অন্য দুটি নৌকা এখনো নিখোঁজ রয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি