থাইল্যান্ড-কম্বোডিয়া চুক্তি তড়িঘড়ি করে স্বাক্ষর হয়েছিল : থাই পররাষ্ট্রমন্ত্রী

কম্বোডিয়ার সাথে প্রাণঘাতী সীমান্ত সঙ্ঘাত নিরসনে গত অক্টোবরে যে চুক্তি হয়েছিল, সেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকে ঘিরে ওয়াশিংটনের চাপে তড়িঘড়ি করে সম্পন্ন হয়েছিল।

নয়া দিগন্ত অনলাইন
থাই পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও
থাই পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও |বাসস

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সোমবার বলেছেন, কম্বোডিয়ার সাথে প্রাণঘাতী সীমান্ত সঙ্ঘাত নিরসনে গত অক্টোবরে যে চুক্তি হয়েছিল, সেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকে ঘিরে ওয়াশিংটনের চাপে তড়িঘড়ি করে সম্পন্ন হয়েছিল।

থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত বিরোধ নিরসন এবং উত্তেজনা কমাতে গত অক্টোবর মাসে কুয়ালালামপুরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে পরের মাসে তা স্থগিত হয়ে যায়।

এ বিষয়ে থাই পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও বলেন, আমি খেয়াল করেছি, আমরা যৌথ ঘোষণাটি দিতে তাড়াহুড়ো করেছি। কারণ, যুক্তরাষ্ট্র চেয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের সময় ঘোষণাটি স্বাক্ষর হোক।

তিনি মালয়েশিয়ার রাজধানীতে সাংবাদিকদের বলেন, এর অর্থ হলো যত তাড়াতাড়ি সম্ভব, ততই ভালো। কিন্তু কখনো কখনো আমাদের সত্যিই বসে আলোচনা করতে হয়, যাতে আমরা যে বিষয়গুলোতে একমত হই তা যেন সত্যিই কার্যকর হয়, সত্যিই সম্মানিত হয়।

সূত্র : এএফপি/বাসস