মুসলিম শাসকদের বিরুদ্ধে বিষোদগার করে তাদের হানাদার বাহিনী বলে উল্লেখ করেছেন উগ্র হিন্দুত্ববাদী নেতা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত।
তিনি বলেন, ইংরেজরা তো অনেক পরে এসেছে। তার আগে শক-হুণ-পাঠান-মুঘল, যারাই ভারতে এসেছে, তারা কেউই ভারতের সংস্কৃতির সাথে একাত্ম হতে পারেনি। তারা সকলেই হানাদার ছিল।
কলকাতায় আরএসএসের শতবর্ষ অনুষ্ঠানে এই বিতর্কিত মন্তব্য করেন তিনি।
এই অনুষ্ঠানে ভারতকে হিন্দু রাষ্ট্র উল্লেখ করে ভাগবত বলেন, ধর্মনিরপেক্ষতা নয়, বরং ভারতের ধর্মীয় চরিত্র নির্ধারণের সংজ্ঞা আরো একবার শোনা গেল সঙ্ঘ প্রধানের গলায়। এদিন তিনি বলেন, যতক্ষণ দেশের মানুষ হিন্দু সাংস্কৃতিক ঐতিহ্য এবং তাদের পূর্বপুরুষদের গৌরব উদযাপন করবে ততক্ষণ এই দেশ হিন্দু রাষ্ট্রই থাকবে।
সূত্র : পুবের কলম



