প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্ক নিয়ে মোদিকে সতর্ক করেছেন ভারতের সাবেক কৃষি ও প্রতিরক্ষামন্ত্রী শারদ পাওয়ার।
শনিবার (৯ আগস্ট) মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে এ সতর্কবার্তা দেন তিনি।
শারদ পাওয়ার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ভারত ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান দূরত্বের লক্ষণগুলোকে উপেক্ষা করা উচিত নয়।
তিনি আরো বলেন, আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিও উপেক্ষা করতে পারি না। আজ পাকিস্তান আমাদের বিরুদ্ধে। অন্যদিকে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপও আমাদের উপর খুশি নয়।
সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশীরা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আমার মনে হয় মোদি সাহেবের এই দিকটিকে উপেক্ষা করা উচিত নয় এবং সম্পর্ক উন্নয়নের দিকে মনোনিবেশ করা উচিত।
সূত্র : হিন্দুস্তান টাইমস