ভারতের হরিয়ানার ৫৪ জন যুবককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তারা অবৈধ পথ দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল। রোববার (২৬ অক্টোবর) পুলিশ জানিয়েছে, সম্প্রতি তারা দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদের মধ্যে ১৬ জন কর্ণালের, ১৫ জন কৈথালের, পাঁচজন আম্বালার, চারজন যমুনা নগরের, চারজন কুরুক্ষেত্রের, তিনজন জিন্দের, দুইজন সোনিপতের এবং একজন করে পঞ্চকুলা, পানিপত, রোহতক ও ফতেহাবাদের।
তথ্য অনুসারে, বিতাড়িত বেশিভাগ যুবকের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। কর্ণাল পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। তারা দিল্লির আইজিআই বিমানবন্দরে পৌঁছায় এবং পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের ফলে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের সংখ্যা বেড়েছে।
কর্ণালের ডিএসপি সন্দীপ কুমার বলেন, বিতাড়িত ব্যক্তিরা অবৈধ ’ডাংকি রুট’ ধরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।
চলতি বছরের শুরুতে মার্কিন কর্তৃপক্ষ শত শত ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। মার্কিন সরকার নিয়মিতভাবে এমন ব্যক্তিদের নির্বাসিত করে যারা অভিবাসন আইন লঙ্ঘন করে অথবা যাদের দেশে থাকার কোনো বৈধ ভিত্তি নেই। এই বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলো অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।
সূত্র : এনডিটিভি



