‘ব্যর্থতা’ সংশোধনের অঙ্গীকার নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির

সুশীলা কার্কি বলেন, ‘আমাদের অবশ্যই এই সত্যটি মেনে নিতে হবে যে সংবিধানে অন্তর্ভুক্ত সুশাসন ও সমৃদ্ধি প্রদানের চেতনা এবং উদ্দেশ্য পূরণে ব্যর্থতার কারণেই বিক্ষোভ হয়েছিল।’

নয়া দিগন্ত অনলাইন
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি |সংগৃহীত

নেপালে তরুণদের বিক্ষোভে সরকার পতনের পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সুশীলা কার্কি। দায়িত্ব গ্রহণের পর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তার প্রথম প্রকাশ্য বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মান উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সংবিধান ঘোষণার দশম বার্ষিকী উপলক্ষে নেপালের জাতীয় দিবসে তিনি বক্তব্য দিয়েছেন। এ সময় তিনি বলেছেন, ক্রমবর্ধমান দুর্নীতি ও অন্যান্য ব্যর্থতা থেকে সৃষ্ট হতাশা থেকেই এই বিক্ষোভের সূত্রপাত হয়েছিল।

সুশীলা কার্কি বলেন, ‘আমাদের অবশ্যই এই সত্যটি মেনে নিতে হবে যে সংবিধানে অন্তর্ভুক্ত সুশাসন ও সমৃদ্ধি প্রদানের চেতনা এবং উদ্দেশ্য পূরণে ব্যর্থতার কারণেই বিক্ষোভ হয়েছিল।’

তিনি আরো বলেন, সরকার কর্মসংস্থান সৃষ্টি, জীবনযাত্রার মান বৃদ্ধি এবং কাজের স্বচ্ছতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।

নেপালে গত সপ্তাহে দুই দিন ধরে চলা বিক্ষোভে কমপক্ষে ৭২ জন নিহত হন। আহত হন দুই হাজার ১০০ জনের বেশি। আগুন ও ভাঙচুরের কারণে সরকারি–বেসরকারি সম্পত্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিম কোর্ট ও পার্লামেন্ট ভবনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।

পরে বিক্ষোভকারীদের প্রতিনিধি, প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের মধ্যে আলোচনার পর গত সপ্তাহে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে এই পদে নিযুক্ত করা হয়।

সূত্র : রয়টার্স