বিক্ষোভ আতঙ্কে মোদি সরকার, ‘৭৪ পরবর্তী সকল আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ

দক্ষিণ এশিয়ার তিন দেশ- শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে গণবিক্ষোভের মুখে সরকার পতনের পর আতঙ্কে পড়েছে ভারতের মোদি সরকার।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ |সংগৃহীত

দক্ষিণ এশিয়ার তিন দেশ- শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে গণবিক্ষোভের মুখে সরকার পতনের পর আতঙ্কে পড়েছে ভারতের মোদি সরকার। পরিস্থিতি সামাল দিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৯৭৪ সালের পর থেকে ভারতে যত আন্দোলন হয়েছে, সেসব নিয়ে গবেষণার নির্দেশ দিয়েছেন।

‘ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স-২০২৫’-এ শাহ পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোকে (বিপিআরঅ্যান্ডডি) আন্দোলনের কারণ, আর্থিক দিক, ফলাফল এবং পেছনের ক্রীড়নক বিশ্লেষণের নির্দেশ দেন। এর ভিত্তিতে ভবিষ্যতে বড় আন্দোলন ঠেকাতে একটি ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)’ তৈরি করা হবে।

এ জন্য পুরোনো মামলার নথি, সিআইডি প্রতিবেদন এবং আর্থিক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি), ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ–আইএনডি) ও সিবিডিটি–কে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি ধর্মীয় সমাবেশ থেকে পদদলিত হয়ে মৃত্যু ঠেকাতেও আলাদা এসওপি প্রণয়নের নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস