ময়মনসিংহের যুবক খুনের প্রতিবাদে শুক্রবার আবারো কলকাতার ডেপুটি হাইকমিশনে গেলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সাধুসন্তদের সাথে নিয়ে বাংলাদেশী কূটনীতিকদের সাথে দেখা করে শুভেন্দু দাবি জানালেন বাংলাদেশে অবিলম্বে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার।
ডেপুটি হাইকমিশন থেকে বেরিয়ে শুভেন্দু জানালেন, দীপু দাস খুনের ঘটনায় উপযুক্ত পদক্ষেপ না-করা হলে গঙ্গাসাগর ফেরত সাধুসন্তদের নিয়ে ধর্নায় বসা হবে কলকাতার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে। সেদিন পুলিশের কোনো বাধা মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু।
অন্যদিকে, ডেপুটি হাইকমিশন অভিযানের সময় পুলিশ যাদের গ্রেফতার করেছিল, শুক্রবার আদালত তাদের সকলকে জামিন দিয়েছে।
এ ঘটনার প্রতিবাদে এ রাজ্যে বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ। বিক্ষোভের প্রথম সারিতে থাকছেন হিন্দুত্ববাদী নানা সংগঠনের সদস্যেরা। বিক্ষোভে শামিল সাধুসন্তরা ও বিজেপি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা



