দার্জিলিংয়ে ভারী বর্ষণ ও ভূমিধসে নিহত বেড়ে ২৮

বিভিন্ন জায়গায় ২০২ থেকে ৪৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে তিস্তা, জলঢাকা, তোর্সা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে।

নয়া দিগন্ত অনলাইন
১২ ঘণ্টা ধরে প্রবল বৃষ্টির পর দার্জিলিয়ে অনেক জায়গায় ধস নামে
১২ ঘণ্টা ধরে প্রবল বৃষ্টির পর দার্জিলিয়ে অনেক জায়গায় ধস নামে |সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ের বিভিন্ন এলাকা ১২ ঘণ্টার বৃষ্টিতে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল বৃষ্টি ও ভূমিধসে এখন পর্যন্ত ২৮ জনে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (৬ অক্টোবর) ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই ১২ ঘণ্টায় বিভিন্ন জায়গায় ২০২ থেকে ৪৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে তিস্তা, জলঢাকা, তোর্সা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বিভিন্ন জায়গায় ধস নেমেছে।

মিরিক ও তার আশপাশের এলাকা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মিরিকজুড়ে ধস নেমেছে। নিহতের সংখ্যাও বেড়ে চলেছে। এছাড়াও দুধিয়া সেতু ভেঙে গেছে। ১০ নম্বর জাতীয় সড়ক এবং দার্জিলিং ও কালিম্পংয়ের মধ্যে একাধিক রাস্তাও বন্ধ হয়ে গেছে।

শিলিগুড়ি থেকে দার্জিলং, কালিম্পং ও সিকিমের মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বহু পর্যটক আটকা পড়েছেন।