পদ্মশ্রী তালিকায় পশ্চিমবঙ্গের ১১ জন, নাম নেই এক তৃতীয়াংশ মুসলিমের কারো

পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে সর্বশেষ পদ্ম পেয়েছিলেন উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ খান। যাকে ২০২২ সালে পদ্মভূষণ সম্মান দেয়া হয়েছিল।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কারের জন্য ১৩১ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পাচ্ছেন ১১ জন।

সোমবার (২৬ জানুয়ারি) ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্মশ্রী পেলেও পদ্মবিভূষণ ও পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন না এই রাজ্যের কেউ।

শুধু তাই নয়; এ রাজ্যে মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ মুসলমান, ১১ জনের ওই তালিকায় নাম নেই তাদের কারোরই।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পদশ্রীর জন্য মনোনীত পশ্চিমবঙ্গের ১১ জন হলেন- অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, শিল্পী জ্যোতিষ দেবনাথ, সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য, তবলাবাদক কুমার বোস, চিকিৎসক সরোজ মণ্ডল, সাহিত্যিক অশোক কুমার হালদার, সাহিত্যিক রবিলাল টুডু, নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায় (মরণোত্তর), শিক্ষাবিদ গম্ভীর সিং ইয়োনজোন ও সাহিত্যিক মহেন্দ্র নাথ রায়।

পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে সর্বশেষ পদ্ম পেয়েছিলেন উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ খান। যাকে ২০২২ সালে পদ্মভূষণ সম্মান দেয়া হয়েছিল।