ভারতীয় অঞ্চলকে নিজেদের মানচিত্রে দেখিয়ে নতুন নোট প্রকাশ নেপালের

ভারতের উত্তরাখণ্ডের কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরাকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আবারো বিতর্কের জন্ম দিলো নেপাল।

নয়া দিগন্ত অনলাইন
নেপালের বিতর্কিত নোট
নেপালের বিতর্কিত নোট |পুবের কলম

ভারতের উত্তরাখণ্ডের কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরাকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আবারো বিতর্কের জন্ম দিলো নেপাল। বৃহস্পতিবার নেপালের কেন্দ্রীয় ব্যাংক নতুন করে ১০০ নেপালি রুপির নোট প্রকাশ করেছে, যার ওপর ছাপানো রয়েছে ভারতের এই তিন অঞ্চলসহ নেপালের বিতর্কিত মানচিত্র।

২০২০ সালে কেপি শর্মা ওলির সরকারের সময় প্রথম এই মানচিত্র প্রকাশিত হয় এবং তা নেপালের পার্লামেন্টও অনুমোদন করে। গত বছরও একই মানচিত্রসহ নোট ছাপানো হয়েছিল। এবার অন্তর্বর্তী সরকারও সেই সিদ্ধান্তেই অটল রইল। নতুন নোটে সই রয়েছে ব্যাংকের প্রাক্তন গভর্নর মহাপ্রসাদ অধিকারীর।

ভারত এই মানচিত্রকে বরাবরই অগ্রহণযোগ্য বলে জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার জানান, ‘মানচিত্র বদলালে বাস্তব বদলায় না।’

নেপাল রাষ্ট্র ব্যাংকের দাবি, ১০০ রুপির নোটে আগেও এই মানচিত্র ছিল, অন্য নোটে নয়।

সূত্র : পুবের কলম