জম্মু-কাশ্মিরে ২ ভারতীয় সেনা নিহত

ভারতের জম্মু-কাশ্মিরের কুলগাম এলাকায় বিদ্রোহীদের সাথে নয় দিন ধরে চলা গোলাগুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। এছাড়া আরো দুজন আহত হয়েছে। এ নিয়ে মোট ১০ জন আহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ভারতীয় সেনা
ভারতীয় সেনা |সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মিরের কুলগাম এলাকায় বিদ্রোহীদের সাথে নয় দিন ধরে চলা গোলাগুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। এছাড়া আরো দুজন আহত হয়েছে। এ নিয়ে মোট ১০ জন আহত হয়েছে।

শনিবার ভোররাতে বিদ্রোহীদের সাথে ‘ক্লোজ কমব্যাট’-এ প্রাণ দেন ল্যান্স নায়েক প্রীতপাল সিং ও সিপাহী হরমিন্দর সিং। আহত হয়েছেন আরো দুই জওয়ান। ফলে আহত সেনার সংখ্যা দাঁড়াল ১০।

পুলিশ জানিয়েছে, ‘নিহতদের সাহস ও ত্যাগ চিরকাল অনুপ্রেরণা দেবে। শোকস্তব্ধ পরিবারের পাশে রয়েছে ভারতীয় সেনা।’

গত মাসের শেষের দিকে পুলিশের কাছে খবর আসে বেশ কিছু বিদ্রোহী লুকিয়ে রয়েছে কুলগামে। শুরুতে পাঁচ বিদ্রোহীর উপস্থিতির খবর ছিল, যার মধ্যে অন্তত তিন জন বিদেশী বলে ধারণা করা হচ্ছে। এরই ভিত্তিতে তল্লাশি শুরু হয়।

সেনা, পুলিশ ও সিআরপিএফ তিন বাহিনী যৌথভাবে মাঠে নামে। ড্রোন ও আক্রমণাত্মক হেলিকপ্টার দিয়ে নিশানা করা হচ্ছে বিদ্রোহী ঘাঁটিগুলো। লুকিয়ে থাকা বিদ্রোহীরা অত্যাধুনিক জঙ্গলযুদ্ধ কৌশলে প্রশিক্ষিত বলে জানা গেছে। মাঝে মাঝেই বিস্ফোরণ ও গুলির শব্দে কেঁপে উঠছে এলাকা। আকাশ থেকে ড্রোন দিয়ে বোমা ফেলা হচ্ছে সন্দেহভাজন স্পটগুলোতে।

অভিযানের তদারকিতে রয়েছেন জম্মু-কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অব পুলিশ নলিন প্রভাত এবং শীর্ষ সেনা কর্তারা। নলিন প্রভাত বলেছেন, ‘জঙ্গল ও দুর্গম এলাকা হওয়ায় সময় লাগছে। তবে আমরা তাদের ধরবই।’

সূত্র : দ্য ওয়াল