পাকিস্তানে অবস্থানরত ৬৫০ আফগান নাগরিকের ভিসার আবেদন বাতিল করল জার্মানি

বিশেষ পুনর্বাসন কর্মসূচির আওতায় জার্মানিতে আশ্রয় চাওয়া ৬৫০ আফগান নাগরিকের ভিসা আবেদন বাতিল করেছে জার্মান সরকার।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানে অবস্থানরত ৬৫০ আফগান নাগরিকের ভিসার আবেদন বাতিল করল জার্মানি
পাকিস্তানে অবস্থানরত ৬৫০ আফগান নাগরিকের ভিসার আবেদন বাতিল করল জার্মানি |সংগৃহীত

বিশেষ পুনর্বাসন কর্মসূচির আওতায় জার্মানিতে আশ্রয় চাওয়া ৬৫০ আফগান নাগরিকের ভিসা আবেদন বাতিল করেছে জার্মান সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

ভিসা আবেদন বাতিল করা ওই সব আবেদনকারীকে ইতোমধ্যেই লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। তাদের নিজ দেশ অর্থাৎ আফগানিস্তানে ফিরে যেতে অর্থনৈতিক সহায়তাও দেয়া হয়েছে।

জার্মানিতে আশ্রয় খোঁজা ওই সব আফগান নাগরিক পাকিস্তানে অবস্থান করছিলেন। তালেবানরা ক্ষমতা দখলের পর নিরাপত্তার ঝুঁকির মুখে হাজার হাজার আফগান নাগরিক পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন। বিশেষ কর্মসূচির আওতায় তাদের মধ্যে কিছু সংখ্যক আফগান নাগরিককে জার্মানিতে আশ্রয় দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল দেশটির সাবেক চ্যান্সেলর ওলাফ শলৎসের সরকার।

জার্মান বার্তা সংস্থা ডিপিএর এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয় জানিয়েছে, সমন্বিত পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে জার্মানিতে আসার সুযোগ দেয়ার আর কোনো বাধ্যবাধকতা নেই।

এর আগে গত সপ্তাহে জার্মান সরকার জানায়, পাকিস্তানে অবস্থানরত কিছু আফগান নাগরিকের ভিসার আবেদন দাপ্তরিকভাবে নাকচ করা হবে। বলা হয়, রাজনৈতিক বিবেচনায় আশ্রয় দেওয়ার কোনো পরিকল্পনা আর জার্মান সরকারের নেই।

সূত্র : ডিপিএ