প্রতিপক্ষের সীমান্ত ঘাঁটি দখলের পাল্টাপাল্টি দাবি পাকিস্তান ও আফগানিস্তানের

আফগানিস্তান সরকারের মুখপাত্র দাবি করেন, তাদের রাতভর সীমান্ত অভিযানে ৫৮ জন পাকিস্তানি সৈন্য নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে একজন আফগান সৈন্য
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে একজন আফগান সৈন্য |সংগৃহীত

আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে শনিবার (১১ অক্টোবর) ব্যাপক গোলাগুলি হয়েছে। দুই দেশই প্রতিপক্ষের সীমান্ত ঘাঁটি দখলের পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

রোববার (১২ অক্টোবর) সকালে আফগানিস্তান জানিয়েছে, তারা কুনার ও হেলমান্দ প্রদেশের সীমান্তবর্তী বেশ কয়েকটি স্থানে প্রতিশোধমূলক হামলার সময় তিনটি পাকিস্তানি সীমান্ত ঘাঁটি দখল করেছে।

এদিকে, পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তাদের বাহিনী ১৯টি আফগান সীমান্ত ঘাঁটি দখল করেছে। এ সময় ঘাঁটিতে থাকা আফগান যোদ্ধাদের হয় হত্যা করা হয়েছে অথবা তারা পালিয়ে গেছে।

আফগানিস্তান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, ‘উল্লেখযোগ্য পরিমাণে’ পাকিস্তানি অস্ত্রও আফগান বাহিনীর দখলে এসেছে। দেশটির বার্তাসংস্থা তোলো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

তিনি আরো দাবি করেন, তাদের রাতভর সীমান্ত অভিযানে ৫৮ জন পাকিস্তানি সৈন্য নিহত ও ৩০ জন আহত হয়েছেন। এছাড়াও অভিযানে নয়জন তালেবান সৈন্য নিহত এবং প্রায় এক ডজন আহত হয়েছেন।

তবে তালেবান সরকারের দাবির বিষয়ে পাকিস্তান এখনো কোনো মন্তব্য করেনি।

রাতভর চলা এই সংঘাত দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা তীব্র করে তুলেছে। ইরান, কাতার ও সৌদি আরব দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।

সূত্র : আল জাজিরা